শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩১:৩৪

জামায়াত একটা মুনাফেক দল: বিএনপি নেতা নাসিরুল

জামায়াত একটা মুনাফেক দল: বিএনপি নেতা নাসিরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : আগে জামায়াত ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে, এখন আওয়ামী লীগ জামায়াতের লুঙ্গির নিচে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।  

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেখানে ওলামা দলকে দিয়ে ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে হবে।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। ইসলাম হচ্ছে মক্কা-মদিনার ইসলাম, হজরত মোহাম্মদ (সা.) ইসলাম, কোরআনের ইসলাম। ওদের অপকর্ম থেকে জনগণকে সতর্ক করতে হবে। মসজিদে তারা মিটিং করে মিথ্যা প্রচার করছে। 

তিনি বলেন, তাদের একটা মার্কা আছে, তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। জামায়াত একটা মুনাফেক দল। মসজিদে যদি জামায়াতে ইসলামী কোনো মিটিং করে তাহলে ওলামা দলের নেতাকর্মীদের দিয়ে তাৎক্ষণিক তাদের প্রতিহত করতে হবে। সেই জায়গায় বিএনপির সব পর্যায়ের লোকজন সাপোর্ট করবে।

জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে ও সদস্যসচিব মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্যসচিব নুরুজ্জামান খসরু, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, আবু সাঈদ ও ইমদাদুল হোসেনসহ প্রমুখ।

সম্মেলন শেষে মাওলানা ওসমান গণিকে সভাপতি ও সৈয়দ মনিকে সাধারণ সম্পাদক করে আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে