বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৯:৪৬

মেডিক্যাল ভর্তিচ্ছুদের আলটিমেটাম

মেডিক্যাল ভর্তিচ্ছুদের আলটিমেটাম

ঢাকা : পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে আলটিমেটাম দিয়েছেন মেডিক্যাল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার সারা দেশে চতুর্থদিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেন তারা। আজও সারা দেশে বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা।

চারদিন চলা আন্দোলনের মতো গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগের জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ভর্তিচ্ছুরা। প্রধানমন্ত্রীর কাছে ৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছেন। দাবি আদায়ে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এরমধ্যে পরীক্ষা বাতিল না হলে ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করা হবে। চলবে অন্যান্য কর্মসূচি।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল প্রশ্নফাঁস বিরোধী নানা স্লোগান। এরমধ্যে ছিল ‘প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, শিক্ষা কি এখন পণ্য?, হবে যদি প্রশ্নফাঁস, কষ্ট করবো কেন ১২ মাস, যদি হবে প্রশ্নফাঁস, রোগী হবে লাশ, প্রশ্ন গেলে বাইরে ডাক্তার হবে হাতুড়ে, ইত্যাদি স্লোগান।

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে যুক্ত হচ্ছে রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। ক্রমেই জোরালো হচ্ছে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি। একই দাবি উঠেছে সরকারের মধ্য থেকেই। আর শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না করে ঘরে ফিরে যাবো না। প্রয়োজনে ঈদের পর অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।

অন্যদিকে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রংপুর মেডিক্যাল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এর আগে শুক্রবার পরীক্ষা চলাকালীন সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালকসহ ৩ জন আটক হয়। পরীক্ষা বাতিল করার দাবি জানিয়েছেন বিএনপিসহ বিভিন্ন বাম সংগঠন। একইসঙ্গে জোরালো হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কড়া সমালোচনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে