এমটিনিউজ২৪ ডেস্ক : এমপিও ও পদোন্নতিসহ বিভিন্ন কার্যক্রমের জন্য অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
রোববার (৫ অক্টোবর) অধিদফতরের সরকারি ও সিনিয়র মাদরাসা শাখার জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে স্বাক্ষর করেন প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদফতরের এমপিও সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। এমপিওভুক্তকরণ, বিভিন্ন সংশোধন এবং পদোন্নতি বা অন্য যে কোনো বিষয়ে বিদ্যমান বিধি অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করা হয়। এখানে কোনো প্রকার অবৈধ তদবির বা অর্থ লেনদেনের সুযোগ নেই।
এতে আরও বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদফতরের কোনো কাজের জন্য অধিদফতরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।