ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ কর্মসূচি এখনও ঠিক হয়নি। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশন উপলক্ষে দুই নেতাই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আজ রওনা করবেন, লন্ডন হয়ে নিউইয়র্ক পৌঁছাবেন কাল। আর নরেন্দ্র মোদি পৌঁছাবেন ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায়। দুই নেতাই নিউইয়র্কের ব্যয়বহুল হোটেল ওয়ালডর্ফ এস্টোরিয়ায় উঠছেন।
ওই হেটেলে পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরীফসহ ১৯ জন রাষ্ট্র বা সরকার প্রধান থাকছেন। অন্যান্য বছর সেখানে মার্কিন প্রেসিডেন্ট ওবামা থাকলেও এবার তিনি থাকছেন না। একই হোটেলে অবস্থানকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের চেষ্টা এখনও অব্যাহত আছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. আবদুল মোমেন।
সম্প্রতি নিউইয়র্কে সংবাদ সম্মেলনে সাক্ষাতের সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। গতকাল সন্ধ্যায়ও রাষ্ট্রদূত ড. মোমেন সেই ‘সম্ভাবনার’ কথাই পুনরুল্লেখ করেন। বলেন, সম্ভাবনা তো আছেই কিন্তু আমরা এখনও কোন তারিখ বা সময় পাইনি। শুনেছি ভারতের প্রধানমন্ত্রী নিউইয়র্কে এসে ক্যালিফোর্নিয়া যাবেন। এখন আবার শুনছি তিনি ফিরেও আসবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়? ওয়ালডর্ফ এস্টোরিয়ায় মোদি না-ও থাকতে পারেন এমন দাবি করে রাষ্ট্রদূত মোমেন বলেন, শুনেছি তার জন্য অন্য হোটেল খোঁজা হচ্ছে। এখানে অনেকে থাকছেন তাই তিনি হোটেল পরিবর্তন করতে পারেন। এ সময় এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী কোথায় থাকছেন সেই খবর আমরা রাখি না। আমরা আমাদের নিয়েই ব্যস্ত।
২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ