বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ০৪:২২:২২

দেশের বাজারে স্বর্ণের দামে ইতিহাস

দেশের বাজারে স্বর্ণের দামে ইতিহাস

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে ফের রেকর্ড গড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ২ লাখ ১৩ হাজার ৭১৯ নির্ধারণ করা ছিল। দেশের ইতিহাসে সোনার এটাই সর্বোচ্চ দাম।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা ছিল।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৮০ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৩ হাজার ৫৬ টাকায় বিক্রি হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে