শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:১৮:১২

এবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন!

এবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন!

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় (বেসরকারি) কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভবনের তৃতীয় তলার জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস।

এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অ্যাডমিন) জাহাঙ্গীর সেলিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন ধরেছে। কাছে থাকলে চলে আসেন।’

রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম। তবে কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য মেলেনি।

বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেড ও শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটন শহরে হঠাৎ এমন পরিস্থিতিতে পর্যটকসহ স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার হয়।

নারায়ণগঞ্জ থেকে বেড়াতে আসা পর্যটক আলমগীর আবিদ বলেন, আগুনের খবর পেয়ে এখানে এসেছি, ঢাকার বিমানবন্দরেও আগুন লেগেছে। এসব নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, আমাদের মতো সাধারণের নিরাপত্তার স্বার্থে তা সংশ্লিষ্টদের খতিয়ে দেখা উচিত।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে