শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:৫৭:২৯

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দল থেকে পদত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে। তিনি দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। দলের হাইকমান্ড এখনো তার পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি— বৃহস্পতিবার মধ্যরাত থেকে এমন তথ্য কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলের একটি সূত্রের বরাত দেওয়া হয়েছে।

 তবে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানিয়েছেন, পদত্যাগর বিষয়টি সঠিক নয়।  

নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সিফাত লিখেছেন, ‘নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন।

তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে