এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের শেষের দিকে সপরিবারে সৌদি আরব গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ শেষে তিনি লন্ডনে ফেরার পর ঢাকার ফ্লাইট ধরবেন।
রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমান আগামী মাসের ২০–২১ তারিখের দিকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ওমরাহ শেষে আবার লন্ডনে ফিরবেন।
বাংলাদেশে ফেরা সম্পর্কে ফজলে এলাহী আকবর বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে। তবে চূড়ান্ত ফ্লাইটের তারিখ এখনও নির্ধারিত হয়নি।
তারেক রহমানের দেশে ফেরার জন্য বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য জানান, সম্ভাব্য ২৩ নভেম্বরের মধ্যে দেশে ফেরা ধরা হয়েছে, এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে। সরকারের সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া, জাপান থেকে বুলেটপ্রুফ গাড়ি আসারও আশা করা হচ্ছে।
ফেরার পর তারেক রহমান গুলশান-২, অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। জানা যায়, ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন।