রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:২০:১৪

একুশে বই মেলা হবে কী হবে না, যা জানালেন প্রেস সচিব

একুশে বই মেলা হবে কী হবে না, যা জানালেন প্রেস সচিব

এমটিনিউজ২৪ ডেস্ক : অমর একুশে বই মেলা ২০২৬ হবে কী হবে না তা নিয়ে স্পষ্ট ব্যাখা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ‍উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বই মেলা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত ‘কেমন বই মেলা চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবারও বইমেলা যাতে খুব সুন্দর হয়। সময়ের ব্যাপারে আমি জানি না, বাংলা একাডেমি কি একই সময়ে করবে নাকি সময় একটু হেরফের করবে সেটা বাংলা একাডেমির বিষয়। তবে মেলা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, আমরা এমন একটা বইমেলা চাই, যে বইমেলায় আমাদের সব মানুষের বই থাকবে। আমরা যারা বই লিখি, যে যেইটাই লিখুক কেন, যে কোনো ভিন্ন মতের লেখাই থাকুক না কেন, সবার বই যেন বইমেলায় থাকে। পাঠক বেছে নেবেন—উনি যেটা পড়তে চান, যে বই তাকে টানে উনি ওই বইটা কিনবেন।

তিনি আরও বলেন, আমরা চাই এমন একটা মেলা, অবশ্যই সেটা বৈষম্যবিরোধী। কারো প্রতি যেন বৈষম্য না করা হয়। কেউ যেন এসে না বলেন যে না, আমার প্রতি বৈষম্য করা হচ্ছে। আমি যে বইটা প্রকাশ করতে চাচ্ছি বা বিক্রি করতে চাচ্ছি, এটা এখানে করা যাচ্ছে না। এই কথাটা যেন না শোনা হয়।

এর আগে আসন্ন ডিসেম্বরের ১৭ তারিখ অমর একুশে বই মেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ করা হয়েছিল। তা জানুয়ারির ১৭ তারিখ পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচন ও রমজান মাস উপলক্ষে পরবর্তীতে তা বাতিল করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে