রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১:৩৯:৫১

এবার বাংলাদেশ থেকে আলু রপ্তানি হলো যে দেশে

এবার বাংলাদেশ থেকে আলু রপ্তানি হলো যে দেশে

এমটিনিউজ২৪ ডেস্ক : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে বাড়ছে বাংলাদেশের আলু রপ্তানি। এরই ধারাবাহিকতায় রোববার (২৬ অক্টোবর) একদিনে ১ হাজার ৭১ মেট্রিক টন আলু রপ্তানি হলো বন্দরটি দিয়ে।

বন্দর সূত্রে জানা গেছে, এস্টারিক্সসহ বিভিন্ন জাতের আলু মোট ৫১টি ট্রাকে করে নেপালে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনে সর্বোচ্চ ৭৫ ট্রাকে ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল। যা চলতি মৌসুমের সর্বোচ্চ রপ্তানি রেকর্ড। এছাড়া গত শনিবার (২৫ অক্টোবর) ৩৯৯ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৩৫ হাজার ৬৭৯ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত আলু রপ্তানি করছে স্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। তিনি বলেন, নেপালের বাজারে বাংলাদেশি আলুর চাহিদা দিন দিন বাড়ছে। এ কারণেই রপ্তানির পরিমাণও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে