মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ০২:০৯:১৮

রাজধানীতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

 মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে প্রথমে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে আবার মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে এবং তারা সায়েন্সল্যাব ও আশপাশের এলকায় মহড়া দিতে থাকে।

দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেশন হলের গলিতে সংঘর্ষের উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুলিশ মিরপুর সড়ক দিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টাধাওয়া হয়। 

 এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধাওয়া দিলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যায়। 

এ বিষয়ে ধানমন্ডি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে জড়ো হয়েছিল। তাদেরকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে