শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ০৩:৩৬:৫০

যা জানা গেল নভেম্বর ও ডিসেম্বরের ছুটির বিষয়ে

যা জানা গেল নভেম্বর ও ডিসেম্বরের ছুটির বিষয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছর পা দিলো শেষ দুই মাসে। আজ নভেম্বরের ১ তারিখ। এরপর ডিসেম্বর শেষ হলেই ফের নতুন বছর। বছরের শেষ এ দুই মাসে সরকারি চাকরিজীবীদের জন্য বেশি ছুটি নেই। শুরু হওয়া নভেম্বর মাসে নেই একটিও সরকারি ছুটি। তবে ডিসেম্বরে মিলবে টানা তিন দিনের বিরতিসহ আরও একটি ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বর মাসে রয়েছে দুটি সাধারণ ছুটি ১৬ ডিসেম্বর (মঙ্গলবার): বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন।

বড়দিন বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ ডিসেম্বর)। ফলে সরকারি চাকরিজীবীরা কোনো অতিরিক্ত ছুটি না নিয়েই টানা তিন দিনের লম্বা অবকাশ উপভোগ করতে পারবেন। চাইলে বড়দিনের আগে বা পরে একদিন ছুটি নিলে মিলবে টানা চার দিনের বিশ্রামের সুযোগ।

অন্যদিকে, নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই, তাই দীর্ঘ বিরতির সুযোগ থাকছে না। এ কারণে অনেকে ডিসেম্বরের এই টানা ছুটিকেই বছরের শেষ ভ্রমণ বা পারিবারিক আয়োজনের সেরা সময় হিসেবে দেখছেন।

সবশেষ অক্টোবরের শুরুতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি কাটিয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। তখন ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি, এরপর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে তৈরি হয়েছিল টানা অবকাশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে