এমটিনিউজ২৪ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশে নির্বাচনের আগেই খুনাখুনি শুরু হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে নিজেরাই একে অপরকে হত্যা করছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) মুন্সিগঞ্জ শহরের ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজন করা গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফয়জুল করীম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “যারা নিজেদের লোককে হত্যা করে, সেই দল যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না।”
তিনি আরও বলেন, দেশের মানুষ অতীতে বিএনপি ও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়েছে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “জিয়াউর রহমানের গুণকীর্তনের কারণে ১৯৯১ ও ২০০১ সালে দেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়েছিল, কিন্তু তারা থাকতে পারেনি। শেখ হাসিনার গুণকীর্তনের কারণে ১৯৯৬ সালে তিনি ক্ষমতায় এসেছিলেন।”