এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটওয়াসী, বৃহস্পতিবার সন্ধ্যায় — বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা সরকারে এলে সবাইকে নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়বেন এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ উপহার দেবেন। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি তাদের ওপর আগের মতো অবিচার চালাতে চায় তফাৎগুলো মেনে বসে থাকবে না। দোয়া ও সতর্কতার অনুরোধও জানান তিনি।
আরামবাগের একটি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন দেশ ও ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ — জনমত আদায়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তিনি বারবার জোর দিয়ে বলেন, দেশের প্রতিটি শ্রেণি-গোষ্ঠীকে একত্র করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। দুর্নীতির গোড়াই কেটে ফেলা হবে এবং সমাজ নষ্টকারী ‘ইঁদুরদের’ তাড়ানো হবে — একা জামায়াতের ওপর সেটি অপেক্ষা করবেন না, জনগণও এগিয়ে আসবে এই আহ্বান তার।
তিনি বলেন, কেউ সরকারের নামে লুটপাট বা মানুষের ওপর অত্যাচার করবে—এটা তারা চাইবে না, তাই পরিবর্তনের ডাক দিয়েছে জনগণ। শিক্ষা ও কল্যাণের উন্নয়ন, দুর্নীতি বন্ধ এবং শাসনের স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন তিনি। যদি জামায়াতের একজন কিংবা দুইশো জন এমপি হন তবুও কেউ সরকারি প্লট নেবে না কিংবা ট্যাক্সবহির্ভূত গাড়ি চালাবে না—এমন নীতিই তারা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন তিনি। জনগণকে বলেন, তারা ভালো করলে সমর্থন করবেন, ভুল করলে ধরিয়ে দেবেন; ছাড় দেয়া হবে না।
শফিকুর রহমান অতীতের রাজনৈতিক সংকট স্মরণ করে বলেন, বিশেষ করে গণ-অভ্যুত্থান পরের কঠিন সময়েও তারা শান্তি বজায় রাখতে কাজ করেছেন — মসজিদ-মন্দির পাহারা দিয়েছিলেন, এমনকি পুলিশের অনুপস্থিতিতে ৩২২ থানায় তারা পাহারা দিয়েছিল। তিনি সংশ্লিষ্টদের ভূয়সী কৃতজ্ঞতা জানান এবং দেশের তরুণদের কল্যাণে কাজ চালিয়ে যেতে বলেন।
তিনি আরও বলেন, মানুষের ভোটের অধিকার রক্ষায় আপোষ করা হবে না; প্রয়োজন হলে মুক্তির জন্য রক্ত দেওয়ার মতো সংকল্প রাখতে হবে। আগামী নির্বাচনকে ‘জিহাদের ময়দান’ বলে আখ্যা দিয়ে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম; পরিচালনা করেন মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক ফজলুর রহমান, সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট-১ প্রার্থী মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। সিলেট জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।