এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তিনি দলের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন। একই দিনে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে সময় চেয়েছে এনসিপি, এবি পার্টিসহ আরও ৯টি রাজনৈতিক দল।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডা. তাহের।
তিনি বলেন, “কয়েকদিন আগে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপের আহ্বান জানিয়েছিলাম। উপদেষ্টা পরিষদ সেটি গ্রহণ করেছে এবং রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার প্রস্তাব জানিয়েছে।”
ডা. তাহের আরও বলেন, “আজ (বৃহস্পতিবার) আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে বসার কথা জানিয়েছি। তিনি আগ্রহের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে জানাবেন।”
জামায়াত নেতা জানান, “যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে আমরা সরাসরি তাদের সঙ্গে বৈঠকে বসার আশা রাখি। এছাড়া এখন ৯ দল মাঝেমধ্যে বৈঠক করছে, তাদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন।”
তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি, আলাপ-আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করা যায় কিনা। পরিস্থিতি স্বাভাবিক হলে সব দলই নির্বাচনের ময়দানে নামবে। তখন সিট বণ্টন থেকে শুরু করে আসন সমঝোতার আলোচনা শুরু হবে।”