সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০৬:২৪:১২

‘আমরা সবাই নাঈমের খোঁজে আছি, তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য’

‘আমরা সবাই নাঈমের খোঁজে আছি, তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য’

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রবিবার (৯ নভেম্বর) দুপুর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মোবাইল ট্র্যাকিং অনুযায়ী সর্বশেষ তার অবস্থান ১২টা ৫৩ মিনিটে রাজধানীর সায়েদাবাদ এলাকায় শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, গতকাল রবিবার সকালে নাঈম অফিসে যোগ দেন। দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সহকর্মীরা জানান, নাঈম রহমান দায়িত্বশীল ও শান্ত-স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন  উদ্বেগে অপেক্ষা করছেন।

তিনি আরো বলেন, ‘কেউ যদি তার কোনও খোঁজ পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।’

 তদন্ত কর্মকর্তারা জানান, ইতিমধ্যে নাঈম রহমানের নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে