এমটিনিউজ২৪ ডেস্ক : নামাজরত অবস্থায় এক ব্যক্তির ওষুধের দোকান থেকে চুরি হয়ে গেছে টাকা। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ঘটেছে গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। ঘটনার ভিডিওটি দোকানদার আবু বকর নিজেই তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘এই চোরকে ধরিয়ে দিন।’
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, নিজের ফার্মেসির দোকানে নামাজ আদায় করছেন দোকানদার আবু বকর। দোকানে অন্য কোনো কর্মী বা ক্রেতা নেই। সামনের রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছেন, রিকশাও চলাচল করছে।
এমন সময় কালো রঙের ক্যাপ পরা এক যুবক দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার পর ফিরে এসে দোকানের সামনে দাঁড়িয়ে পায়চারি শুরু করেন। কিছুক্ষণ পর তিনি দোকানের ভেতরে মাথা ঢুকিয়ে কোথায় টাকা রাখা আছে তা লক্ষ্য করেন।
এরপর সিসি ক্যামেরা আছে কি না, তা পর্যবেক্ষণ করে আবার বাইরে দাঁড়ান ক্যাপ পরা ওই যুবক। কিছু সময় এদিক-সেদিক তাকিয়ে থেকে, দোকানদার সেজদায় যাওয়ার মুহূর্তে যুবকটি ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে চলে যান।
ভিডিওর নিচে সৈকত আহমেদ রায়হান নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘ছেলের নাম শুভ। ওর বড় ভাইয়ের নাম আক্তার। কাজী দরগাহ মসজিদের পাশে ইনকিলাবের দোকানে গেলেই ওর বড় ভাইকে পাওয়া যাবে। ছবি দেখালে বাকিরাও চিনবে।’
ভুক্তভোগী আবু বকর বলেন, ‘ঘটনাটি ৯ নভেম্বরের। ওই সময় আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। আসরের সময় আমার বোন আমাকে ৬০ হাজার টাকা দিয়েছিল, ওটা আমার বোনের টাকা। ঘটনার রাতেই যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করা হয়েছে।