সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০৮:৫২:৫৩

ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর সম্পূর্ণ লকডাউন কর্মসূচির দুদিন আগেই আতঙ্ক ছড়িয়েছে ঢাকায়। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল, নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে বাসটি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে।

অন্যদিকে, বাড্ডা থানাধীন রাজধানীর বাঁশতলা এলাকায় ভিক্টর পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনের উৎপত্তি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি তারা।

অন্যদিকে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা থানাধীন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বউদ্যোগে আগুন নিভিয়ে ফেলে বাস কর্তৃপক্ষ।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে এসব ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে নানা ধরনের প্রোপাগান্ডা ও হুমকি-ধামকি দিচ্ছে। সবাই সেটা দেখছেন। এরই অংশ হিসেবে ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতামূলক কার্যক্রমের চেষ্টা চলছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে নগরবাসীর নিরাপত্তায় কাজ করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে