রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ০৭:৩৬:১৭

শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচার দাবি মির্জা ফখরুলের

শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচার দাবি মির্জা ফখরুলের

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামীকাল (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে। এই রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের নিশ্চয়তা দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই দাবি জানান।

ওই পোস্টে তিনি বলেন, “আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার দাবী করছি!”

এর আগে দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে