বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:২১:৫৯

যা লেখা ছিল ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশের পাশে থাকা চিরকুটে

যা লেখা ছিল ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশের পাশে থাকা চিরকুটে

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা থেকে আল-আমিন হোসেন রায়হান (৩২) নামে নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার লাশের পাশে একটি চিরকুট পেয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

রায়হান কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ১৮ নম্বর রোডের ই-ব্লকের ৩১৮ নম্বর বাসার চিলেকোঠায় থাকতেন।

পুলিশ জানায়, বসুন্ধরার ওই বাসার চিলেকোঠার রুমটিতে একাই থাকতেন রায়হান। গতকাল রাতে রুমের দরজা বন্ধ দেখে বাড়িটির দারোয়ান বিকল্প চাবি দিয়ে রুম খুলে ভেতরে ঢুকে দেখেন, জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রয়েছেন তিনি। পরে থানায় খবর দিলে রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান জানান, রায়হান দুটি বিয়ে করেছিলেন। তার রুম থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে লেখা ছিল—‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে