এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর প্রথমবারের মতো নিজের শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় ফিরে গিয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম।
বুধবার (২৬ নভেম্বর) সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে সাদিক কায়েম জানান, তিনি বায়তুশ শরফের পীর মাওলানা আব্দুল জব্বার (রহ.)-এর কবর জিয়ারত করেছেন এবং দেশের এই আধ্যাত্মিক রাহবারের জন্য দোয়া করেছেন। তিনি লিখেছেন, “সফরে আসাতিজায়ে কিরাম, তালিবুল ইলম ও স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় হয়। আমাদের রিশতা লা ইলাহা ইল্লাল্লাহ, লক্ষ্যও তাই। এই লক্ষ্য অর্জনে আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ ও সমর্থ হবার তাওফিক দিন।”
ডাকসুর নির্বাচনে বিজয়ী ভিপি ও জিএস দুজনেরই বাড়ি পার্বত্য চট্টগ্রামে। ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ভিপি সাদিক কায়েমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হলেও বেড়ে ওঠা খাগড়াছড়িতেই। তার বাবা খাগড়াছড়ি সদরে ব্যবসা করেন। সেখানে স্থানীয় বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় তার প্রাথমিক ও দাখিল স্তরের শিক্ষা সম্পন্ন হয়। পরে চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন (২০১৬-১৭ শিক্ষাবর্ষ)।