এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, নতুন দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম (প্রতি লিটার)
বোতলজাত সয়াবিন তেল: ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা
খোলা সয়াবিন তেল: ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা
পাম তেল (খোলা): প্রতি লিটার ১৬৬ টাকা
৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল: ৩৩ টাকা বাড়িয়ে ৯৬৫ টাকা
পূর্ব ঘোষণা ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, ব্যবসায়ীরা শাস্তিযোগ্য কোনো অপরাধ করলে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ব্যবসায়ীরা দাম বাড়ালেও সরকার পূর্বেই জানত না। আগের দামে বিক্রি করা হতো, কোনো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতো।”
উপদেষ্টা আরও বলেন, “যদি দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকে, সেটি নিয়ে আলোচনা করা হবে। সরকারের নিয়ন্ত্রণ আছে, তা পদক্ষেপের মাধ্যমে প্রতিফলিত হবে।”
সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ান ব্যবসায়ীরা। নতুন করে বাজারে আসা পাঁচ লিটারের বোতল বিক্রি হয় ৯৬৫ টাকায়। আগের দাম ছিল ৯২২ টাকা। এ ছাড়া বোতলজাত প্রতি লিটার ১৯৮ টাকা নির্ধারণ করা হয়। বোতলজাত প্রতি লিটার ১৮৯ টাকা দরে বিক্রি হয়েছিল।