এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘নিজ হাতে’ মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামে দলীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, “তারেক রহমান নিজ হাতে ওনার মনোনয়ন জমা দেবেন সমস্ত জাতির সামনে। জাতির যে প্রত্যাশা, উনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন।”
তারেক রহমানের মনোনয়ন জমা দেওয়ার ঘোষণাকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। তাদের মতে, এ সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করবে।