শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:১৯:৪৪

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি জানুয়ারি মাস থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ‘প্রতীকী অনশন’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবেন তারা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় ১২টি কর্মচারী সংগঠন ও দপ্তর ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ নেন। পরে জোটের মুখ্য সমন্বয় ওয়ারেছ আলী কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, এই জানুয়ারি মাসেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে সব জেলার প্রেস ক্লাবের সামনে জেলা পর্যায়ে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে