বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩২:১২

ক্লাস চলাকালে স্কুল নদীতে

 ক্লাস চলাকালে স্কুল নদীতে

নিউজ ডেস্ক : বরাবরের মতোই মঙ্গলবালও ক্লাশ চলছিল, শিক্ষক ক্লাসে পাঠদান করছিলেন। হঠাৎ ভবনের একাংশ ধসে গেল। শিক্ষার্থীদের চোখেমুখে আতঙ্ক, এভাবেই চোখের সামনেই নদী গর্ভে মিলিয়ে স্কুলটির একাংশ।

মঙ্গলবার দুপুরে ডোমারে শালকি নদীর তীরে অবস্থিত বড় রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটেছে।

স্কুলটির প্রধান শিক্ষক হোসনে আরা বেগম জানান, শিক্ষক ক্লাসে পাঠদানের সময় হঠাৎ ভবনের দেয়াল ধসে পড়ে। তবে ভাগ্যক্রমে শিক্ষক ও শিক্ষার্থীরা বেঁচে যান।
এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে।

তিনি জানান, বিদ্যালয়টির পাশ দিয়ে বয়ে গেছে শালকি নদী।দীর্ঘদিন ধরে ভাঙতে ভাঙতে বিদ্যালয় ভবনের চারপাশ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ বিদ্যালয় ভবনটির একাংশ ধসে নদীতে পড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

তিনি অভিযোগ করেন, বিদ্যায়টি রক্ষা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার আবেদন করা হলেও এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে নদীতে ধসে পড়লো বিদ্যালয়টি।

বিদ্যালয়ে সাড়ে তিন শ’ শিক্ষার্থী অধ্যায়ন করছে। আর ৫ জন শিক্ষক রয়েছেন বলেও জানান স্কুলের প্রধান শিক্ষক।

উল্লেখ্য, ১৯৫৮ সালে ৫৩ শতক জমির উপর এ বিদ্যালয়টি নির্মাণ করা হয়। দীর্ঘ পাঁচ যুগেও বিদ্যালয় ভবনটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়া হয়নি।
২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে