বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ০৯:১০:৪৪

এমপিওভুক্ত স্কুল-কলেজে অশিক্ষক নিয়োগ এবার যে প্রক্রিয়ায় সম্পন্ন করার পরিকল্পনা

 এমপিওভুক্ত স্কুল-কলেজে অশিক্ষক নিয়োগ এবার যে প্রক্রিয়ায় সম্পন্ন করার পরিকল্পনা

এমটিনিউজ২৪ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে সফটওয়্যার তৈরি চুক্তি করা হবে। পরবর্তীতে এ সফটওয়্যারের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে সফটওয়্যারে। এই সফটওয়্যার তৈরির ক্রয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। দরপত্র মূল্যায়নের জন্য এ সভার আয়োজন করেন সংশ্লিষ্টরা।

রোববার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সভাকক্ষে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।

সভা সূত্রে জানা গেছে, কারিগরি সহায়তাদানকারী টেলিটক লিমিটেডের সঙ্গে সফটওয়্যারের বিষয়ে আলোচনা হয়েছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলে সফটওয়্যার তৈরি চুক্তি করা হবে। পরবর্তীতে এ সফটওয়্যারের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মাউশির ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং সূত্রে জানা গেছে, ‘Procurement of Software Firm for Online Recruitment’ প্যাকেজের আওতায় সফটওয়্যার তৈরির জন্য প্রাপ্ত প্রস্তাবগুলো মূল্যায়ন করা হয় এ সভায়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটি প্রস্তাব মূল্যায়ন কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মহাপরিচালক। সদস্য হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং আইসিটি সংশ্লিষ্ট কর্মকর্তারা। টেলিটক বাংলাদেশ লিমিটেডের একজন প্রতিনিধিও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে