বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৫:২৮

ক্ষমতায় গেলে ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবো: জামায়াত আমীর

ক্ষমতায় গেলে ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবো: জামায়াত আমীর

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের সব সমস্যার মূল কারণ ইনসাফের অভাব উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১০ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে দেশে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সব সমস্যার কারণ ইনসাফ না থাকা, তাই ১০ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

ডা. শফিকুর রহমান বলেন, “দাঁড়ি-পাল্লা প্রতীক ইনসাফের প্রতীক। ইনসাফ না থাকার কারণেই দেশে দুর্নীতি, বিদেশে বেগম পাড়া, সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। ইনসাফ থাকলে এসব হতো না।” ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন কিংবা চাকরি হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জামায়াত আমীর। তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনামলে দেশে ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছিল, গুমের শিকার হয়েছেন সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে উচ্চ আদালতের আইনজীবীরাও। এখনো বহু মা তার সন্তানকে খুঁজে পাননি। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,“আমরা আর এই দেশে ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। আবার এলে ৫ আগস্টের মতো পরিণতি হবে। ডা. শফিকুর রহমান বলেন, দেশে নতুন করে ভোট ডাকাতি দেখতে চায় না জনগণ। যারা ন্যায়বিচার নিশ্চিত করবে জামায়াত তাদের সঙ্গী হবে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাণিজ্য, মামলাবাজি ও সন্ত্রাস থেকে নিজেদের নেতাকর্মীদের দূরে রাখতে পারলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর এলাকায় মানসম্মত হাসপাতাল ও কলেজ নেই, খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, ড্রেন অপরিচ্ছন্ন এবং রাস্তাঘাট ভাঙাচোরা ও সরু। সন্ত্রাস ও মাদকের কারণে এলাকাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, গ্যাস সংকটও রয়েছে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করা হবে এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তরুণ সমাজের উদ্দেশে জামায়াত আমীর বলেন, “আমরা এমন শিক্ষা দিতে চাই যা শুধু সার্টিফিকেট নয়, দক্ষতা তৈরি করবে। নৈতিক শিক্ষা দিতে চাই যা দেশপ্রেমিক মানুষ গড়বে। তিনি আরও বলেন, তরুণদের হাতে অনুদান তুলে দিয়ে অপমানিত না করে স্বাবলম্বী করা হবে। নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, কর্মক্ষেত্র ও রাস্তাঘাটে চলাচলের সময় নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না। মায়ের ইজ্জতের প্রশ্নে কোনো বরদাশত নয়,” বলেন তিনি।

বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “২০০০ টাকা দিয়ে মানুষের সমস্যার সমাধান হবে না। এই টাকা আসবে জনগণের দেওয়া কর থেকে।  তিনি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে পরিবর্তনের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ দেয়ার আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে