এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি সভায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। এজন্য জামায়াতে ইসলামীকে দায়ি করেছেন দলের এক নেতা।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে পরপর দুটি ককটেল ছুড়ে দিয়ে পালিয়ে যান পাঁচ-জন ব্যক্তি। এগুলো বিস্ফোরিত হলেও কারও আহত হওয়ার তথ্য মেলেনি। তবে ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় জনসমাবেশে যখন তিনি বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। হামলার পর, সভাস্থলে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, তবে তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার প্রতিবাদে ফেটে পড়ে বোয়ালখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। তারা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
বিএনপি নেতারা বলেন, জামায়াত শিবিরের প্রত্যক্ষ মদদে এই ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্রের প্রতি আঘাত এবং নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা।
এদিকে, স্থানীয় প্রশাসন হামলার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।