এমটিনিউজ২৪ ডেস্ক : বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তুলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতীবান্ধার আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে সৈয়দ রেজাউল করিম বলেন, আমরা তো বলিনি ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। আর মেয়েদের পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরুব্বি মানুষটা। বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলে। এটা তো ইসলামী আন্দোলন পারে না।
পাঁচ আগস্টের পরে যখন এ দেশে অরাজকতা ছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের জানমাল হেফাজতের জন্য পাহারাদারের দ্বায়িত্ব পালন করেছে জানিয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জানের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত মানুষের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছি। এছাড়া মানুষের দুঃসময়ে খাদেম হয়ে দাঁড়িয়েছি।
জনসভায় হাতপাখা মার্কায় ভোট প্রত্যাশা করেন তিনি। এসময় ইসলামী আন্দোলনের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।