নিউজ ডেস্ক : দশ পৌরসভায় ভোট চলছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব পৌরসভার মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলবে।
ভোট উপলক্ষে এসব পৌর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা রয়েছে মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচলে।
পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া, রংপুরের হারাগাছ, ফেনীর সোনাগাজী, কুমিল্লার নাঙ্গলকোট, ঝিনাইদহের কালীগঞ্জ ও নোয়াখালীর কবিরহাট।
ইসির সহকারী সচিব রাজীব আহসান জানান, এই পর্বে মেয়র পদে ৪২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী এলাকায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চকরিয়া ও মহেশখালীতে বিজিবি সদস্য এক প্লাটুন করে বাড়ানো হয়েছে।
নিয়ম অনুসারে প্রার্থীদের সব ধরনের প্রচার শেষ হয়েছে। তবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে নানা শঙ্কা রয়েছে।
এদিকে নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি এ ১০ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
২০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস