বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১৬:৩০

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

নিউজ ডেস্ক : একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে।  আজ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন অন্তত ২০ জন।

সুনামগঞ্জে চার, ব্রাহ্মণবাড়িয়ায় তিন, টাঙ্গাইলে দুই, বরগুনায় দুই ও চট্টগ্রামে দুজন নিহত হয়েছেন।  বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ : জেলার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টাঙ্গাইল : জেলার বাইপাসে বাসের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।  বাইপাসের কান্দিলায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের সুদেব ঘটক (৫৫) ও বগুড়ার মোকামতলার বুলবুল হোসেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস টাঙ্গাইল পাইপাসের কান্দিলায় দুটি লেগুনাকে ধাক্কা দিলে দুই যাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো চার যাত্রী।  

বরগুনা : জেলার আমতলী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  এ সময় মোটরসাইকেলের আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

এ দুর্ঘটনা ঘটে আমতলী-পটুয়াখালী মহাসড়কের চুনাখালীতে বুধবার সকাল ৮টার দিকে।

নিহতরা হলেন উজ্জ্বল কুমার সহাদেব (২৪) ও মনির (২৭)।  তবে তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।

চট্টগ্রাম : চট্টগ্রামে বাস ও টেম্পোর সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো পাঁচজন।  মহানগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম তালুকদার জানান, সকালে বাস ও টেম্পোর সংঘর্ষে ঘটনাস্থলেই টেম্পোর দুই যাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন কয়েকজন।  পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, দুটি গাড়ির সংঘর্ষে সাতজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।  আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার সরাইলে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন।  আহত হয়েছেন বাসের কমপক্ষে ১০ যাত্রী।  বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সরাইলে দুপুর ১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের হাতিহাতা ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাস সরাইলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তিন পথচারী নিহত হন।  এ সময় আহত হন বাসের ১০ যাত্রী।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে