বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৯:৪২

ঈদে রাজধানীতে পকেট কাটা পার্টি

 ঈদে রাজধানীতে পকেট কাটা পার্টি

নিউজ ডেস্ক : রাজধানীর সক্রিয় পকেট কাটা পার্টি।  ঘরমুখো যাত্রীদের পকেট কেটে সর্বনাশ করছে তারা।  ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পকেটমার, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অজ্ঞান পার্টির ১৫ সদস্যকে আটক করেছে।  মঙ্গলবার তাদের আটক করা হয়।

 
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, আসামিরা ঘুমের ওষুধ, ডিপ হিট স্প্রে, মরিচের গুড়া ও মলম দিয়ে মানুষকে অজ্ঞান করে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও মোবাইল ছিনিয়ে নিত।  

তিনি জানান, আসন্ন ঈদে তারা গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে গরু, ছাগল এবং নগদ টাকা ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল।  তারা দেশজুড়ে ৪ ভাগে ভাগ হয়ে এ ধরনের কাজ করতো বলে জানান তিনি।
 
আটককৃতরা হচ্ছেন আলী হোসেন, সাজ্জাদ হোসেন, মনু মিয়া, ওমর ফারুক (কালু), আমির হোসেন, রনি, সোহেল, বাদল মিয়া, সেলিম, লিটন মিয়া, বাবু, কালাম ও আকবর।
 
মনিরুল ইসলাম বলেন, চারটি গ্রুপের মধ্যে বাদল মূলনেতা।  সে দীর্ঘ ৪-৫ বছর থেকে পারিবারিকভাবে অজ্ঞান পার্টির কাজ করে আসছে।
 
তিনি বলেন, আসামিদের আদালতে পাঠালে তারা উচ্চ আদালত থেকে দ্রুত জামিন নিয়ে ফের সক্রিয় হয়ে ওঠে।  আটকের পর তারা দোষ স্বীকার করলে আদালত তাদের ১ মাস থেকে ২ বছরের কারাদণ্ড দেন।  
 ২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে