বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩২:৫৩

‘দেশ ছাড়ার পথ বেছে নিয়েছেন বিরোধীদলীয় নেতারা’

‘দেশ ছাড়ার পথ বেছে নিয়েছেন বিরোধীদলীয় নেতারা’

নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকার ক্রমেই স্বৈরশাসনের পথে এগোচ্ছে বলে অভিযোগ করেছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক শুনানিতে এক বিবৃতিতে এ অভিযোগ করে সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

জেনেভায় এইচআরডব্লিউ’র উপ-পরিচালক ফিলিপ্পি ড্যাম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের শুনানিতে বলেছেন, ২০১৪ সালের জানুয়ারি থেকে বাংলাদেশ স্বৈরশাসনের পথে এগোচ্ছে।  গুম ও বিরোধী দলের সদস্যদের বিধিবহির্ভূত গ্রেপ্তার, সরকারের সমালোচক গণমাধ্যম বন্ধ করা এবং সম্পাদক, ব্লগার, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় পরিণত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হাজার হাজার বিরোধীদলীয় সদস্য ও বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে এবং সংখ্যক মানুষ জেল-হাজতে রয়েছেন।

উল্লেখ্য, প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের ভিত্তিতে সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনেও বাংলাদেশে ক্রমবর্ধমান স্বৈরশাসনের অভিযোগ তোলা হয়েছে।  তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী।

এইচআরডব্লিউ’র বিবৃতিতে বলা হয়েছে, অনেক বিরোধীদলীয় নেতা দেশ ছাড়া বা আত্মগোপনের পথ বেছে নিয়েছেন।  ব্লগারদের সুরক্ষা দিতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।  এতে ২০১৫ সালে ৪ ব্লগার নির্মমভাবে খুন হয়েছেন।

ওই বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বারবার অন্যান্য আইন লঙ্ঘনের ঘটনাগুলোর নিরপেক্ষ রেকর্ড থাকলেও প্রায় পূর্ণ দায়মুক্তি ভোগ করে চলেছে তারা।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে