বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০১:১৮:৫৮

২২ জনের প্রাণহানির ঘটনায় সরকার দায়ী : বিএনপি

২২ জনের প্রাণহানির ঘটনায় সরকার দায়ী : বিএনপি

ঢাকা : সরকার ও নির্বাচন কমিশনকে ব্যর্থ আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবী করেছে বিএনপি। আজ (বৃহস্পতিবার) ১১টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের পক্ষ থেকে এ দাবী করেন।

এসময় তিনি ইউপি নির্বাচনে ৩ জন প্রার্থীসহ ২২ জনের প্রাণহানির ঘটনায় সরকার ও নির্বাচন কমিশনকে দায়ী করে তাদের পদত্যাগের দাবী তোলেন দলটির পক্ষে রিজভী।

রিজভী বলেন, নিষ্ক্রিয়তার কারণে নির্বাচনে সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় সরকার ও ইসি কোনোভাবেই এড়াতে পারে না।


নির্বাচন কমিশন (ইসি) বিপথগামী ও বেআইনি প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করে বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবং সহিংসতা প্রতিরোধে ইসি কোনো ভূমিকাই পালন করেনি। শুধু দায়সারাভাবে কিছু কথা বলেছে। তারা কার্যকর পদক্ষেপ নিলে নির্বাচনকে কেন্দ্র করে এতগুলো মানুষকে জীবন দিতে হতো না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে