শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ১০:২৪:৪৪

আজ সারাদেশে হেফাজতে ইসলামের বিক্ষোভ

আজ সারাদেশে হেফাজতে ইসলামের বিক্ষোভ

নিউজ ডেস্ক : রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলে একটি রিটের বিরোধিতা করে আজ শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। শুধু তাই নয়, পরে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মাহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

স্বৈরশাসক এইচ এম এরশাদ ১৯৮৮ সালের ৫ই জুন সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করার পর, সেই বছরই সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেনসহ ১৫ জন বিশিষ্ট নাগরিক এর বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রুল দেয়ার পর দীর্ঘ ২৩ বছর আবেদনটি হাইকোর্টে বিচারাধীন ছিল। গত ২৯শে ফেব্রয়ারি হাইকোর্টে এই রুলের ওপর শুনানি হয়।

শুনানি শুরুর পর থেকেই বিষয়টি নিয়ে বক্তৃতা-বিবৃতি দিতে শুরু করে হেফাজতে ইসলাম। পরবর্তী শুনানির দিন ২৭শে মাচ। তাই এরইমধ্যে রিটের শুনানি স্থগিত এবং রিট বাতিলের দাবি জানিয়েছে তারা। তবে হেফাজত একা নয়, তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরো কিছু ইসলামি দল।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মাহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, আমরা মনে করি যারা এই রিট করেছেন তারা শুধু ইসলাম না, তারা সব ধর্ম বিরোধী। তারা ইসলামের অবমাননা করছেন। মুসলমানদের এই দেশে ইসলামের অবমামনা সহ্য করা হবে না।

তিনি বলেন, আমরা আশা করি এই রিট খারিজ হবে এবং তা বাতিল করা হবে। আর সেটা যদি না করা হয়, তাহলে দেশের মানুষ তা মানবে না। আমরা আইন মানি, বিচারবিভাগ মানি। কিন্তু আল্লাহর আইনের ওপর বড় কোনো আইন নেই। এই দেশে ইসলামবিরোধী কোনো আইন বা সিদ্ধান্ত চলবে না। তাই রাষ্ট্রধর্ম ইসলাম আছে, থাকবে।

তিনি জানান, শুক্রবার এই রিটের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের পর আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

এ নিয়ে রিটের আইনজীবী অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক বলেন, আমরা ইসলামের বিরুদ্ধে রিট করিনি। আমাদের অবস্থান ইসলামের বিরুদ্ধেও নয়। আমরা সংবিধান সমুন্নত রাখার জন্য লড়াই করছি। সংবিধানের ৮, ১২ এবং ২৮ অনুচ্ছেদের সঙ্গে রাষ্ট্রধর্ম বিষয়টি সাংঘর্ষিক।

তিনি আরো বলেন, সংবিধান সব ধর্ম এবং সব ধর্মের মানুষের সমান অধিকার এবং সমনীতির নিশ্চয়তা দিয়েছে, যার মূলনীতি হলো ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্রধর্ম ইসলামের মাধ্যমে এই নীতি ক্ষুণ্ণ হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভীত নই। জীবনের ভয় করি না। জীবনের ভয় করলে মানুষের অধিকার নিয়ে লড়াই করতাম না। -ডিডাব্লিউ
২৫ মার্চ, ২০১৬,এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে