নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকার সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো জাতীয় নির্বাচনেও ইউপি নির্বাচনের মতো এত খুন হয়নি। আর তাদেরকে সহযোগিতা করেছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।
নোমান বলেন, দেশে সন্ত্রাসমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
ইসিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনাদের চাকুরির বয়স ফুরিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সুন্দরভাবে নির্বিঘ্নে জীবন যাপন করতে পারবেন না। একবার ভাবুন মঈন উদ্দিন, ফখরুদ্দিন আজ কোথায়? এখনো সময় আছে সাবধান হয়ে যান।
বিএনপির এই নেতা বলেন, আমরা যত কথাই বলি না কেন, এই কোমড় ভাঙ্গা নির্বাচন কমিশন অপকর্ম করেই যাবে। এদেরকে বাতিল করতে হবে। এরা থাকাকালীন অবস্থায় দেশের জনগণ কখনোই ভোটাধিকার পাবে না।
তিনি আরো বলেন, আজ হোক কাল হোক এই সরকারকে পেছনের দিক দিয়ে পালাতে হবে। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা মোঃ আতিকুজ্জামান।
২৫ মার্চ, ২০১৬,এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস