ঢাকা : হেফাজতে ইসলামের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। দেশে রাষ্ট্রভাষা থাকলে রাষ্ট্রধর্মও থাকতে পারে।
শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ পরবর্তী সমাবেশে তারা এ ঘোষণা দেন।
হেফাজত নেতারা বলেন, নেপালের রাষ্ট্রধর্ম হিন্দু হতে পারলে, মার্কিন প্রেসিডেন্ট বাইবেলে হাত রেখে শপথ নিতে পারলে ৯০ শতাংশ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে সমস্যা কোথায়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী।
বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম-আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুর রকিব, মাওলানা মুজিবুর রহমান হামেদি, ড. আহমদ আব্দুল কাদের প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম