স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে পিছিয়ে নেই ফেইসবুক। ২৬ মার্চের প্রথম প্রহর থেকেই বাংলাদেশি ফেইসবুক ব্যবহারকারীদের পেইজে ভেসে ওঠে সুখ-সমৃদ্ধি কামানা করে শুভেচ্ছা বার্তা। ঠিক তার উপরে চারজন মিলে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরছেন- এমন একটি ছবি।
গুগলও বাংলাদেশের স্বাধীনতা উদযাপনে শামিল হয়ে পরিবর্তন করেছে তাদের লোগো বা গুগল ডুডল।
যে কেউ গুগলে ঢুকলেই দেখতে পারছেন বাংলাদেশ নিয়ে নকশা করা লোগো বা গুগল ডুডল। এর ওপর ক্লিক করলেই পাওয়া যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তথ্য ও দিবসটি ঘিরে নানা আয়োজনের খবর।
বিশেষ দিনে গুগল সার্চ বক্সের উপরের লোগোটিকে বলা হয় গুগল ডুডল। বিভিন্ন আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের কোনো বিশেষ ঘটনা, ব্যক্তি বা দিন নিয়ে দেখা মেলে বিশেষ নকশার ডুডলের।
বাংলাদেশের স্বাধীনতা দিবসের ডুডলটি গুগলের বাংলাদেশের ডোমেইন হোমপেইজেও (www.google.com.bd) দেখা যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ধন্যবাদ পাচ্ছে গুগল।
গতবছর বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজের বৃত্তে নদীর পটে সূর্য; মাঝে রয়েল বেঙ্গল টাইগারের ছবি গুগলের হোম পেইজে ফুটে উঠেছিল।
২৬ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস