শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ১২:২১:১০

‌‘স্বাধীনতা কনসার্ট’-এর বদলে ‌‘প্রতিবাদী সমাবেশ’

‌‘স্বাধীনতা কনসার্ট’-এর বদলে ‌‘প্রতিবাদী সমাবেশ’

নিউজ ডেস্ক : স্বাধীনতা দিবসে হওয়ার কথা ছিল ‘স্বাধীনতা কনসার্ট’। কিন্তু সেখানে হচ্ছে ‘প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ’। তনু হত্যা পাল্টে দিল কর্মসূচি। চাঞ্চল্যকর এই হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সারাদেশে তোলপাড় চলছে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তার ফেসবুক ‘প্রিয় সংস্কৃতি কর্মীদের প্রতি আহ্বান’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন।

এতে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন স্বাধীনতা দিবসে আমাদের নিয়মিত অনুষ্ঠান 'স্বাধীনতা কনসার্ট' তনু হত্যার প্রতিবাদে এ বছর বাতিল করেছি। বরং স্বাধীনতা দিবসেও 'প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ' এর মাধ্যমে প্রতিবাদ জারি রাখার ঘোষণা দিয়েছি।

ইমরান সরকার আহ্বান জানান, আজ বিকাল ৩টায় শুরু হওয়া এই সমাবেশে সংস্কৃতি কর্মীরা যে যার শিল্প কর্ম নিয়েই প্রতিবাদে অংশগ্রহণ করুক, এটাই আমাদের প্রত্যাশা।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে