চাঁদপুর : সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা হয়েছেন তাসনিম মারিয়া। বিভাগীয় পর্যায়ে প্রথমস্থান অধিকার করেছে সে। এখন সে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেল।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মারিয়া গণিত ও কম্পিউটার বিষয়ে (গ্রুপ-ক) চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম হয়।
চট্টগ্রাম ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২৪ মার্চ বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে মারিয়া।
তার বাবা মোহাম্মদ মাকছুদুর রহমান হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) ও মা ফাতেমা বেগম হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো. সফিউদ্দিন জানান, গণিত ও কম্পিউটার বিষয়ে (গ্রুপ ক) বিভাগীয় পর্যায়ে তাসনিম মারিয়া প্রথম হয়েছে। এটা চাঁদপুরবাসীর জন্য গর্বের বিষয়। আশা করি সেখানেও সে ভালো করবে। তার জন্য শুভ কামনা রইলো।
অপরদিকে, তাসনিম মারিয়ার ভাই হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সিফাত আহমাদ প্রতিযোগিতায় বিজ্ঞান বিষয়ে (খ গ্রুপে) চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস