শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০১:২৯:১৮

তনুর মা-বাবা-বোনকে র‍্যাবের জিজ্ঞাসাবাদ

তনুর মা-বাবা-বোনকে র‍্যাবের জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক : আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় তার আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহানের (তনু) মা, ভাই ও চাচাতো বোনকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
 
জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে মুরাদনগর মির্জাপুরের বাসা থেকে তনুর মা, ভাই ও চাচাতো বোনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে ওইদিন বিকেলের দিকে তনুর বাবা ইয়ার হোসেন ও তার বড় ভাইকে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা এসে নিয়ে যান।
 
শনিবার সকালে তনুর চাচা আলাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে