শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০১:৪৩:৩০

তনু হত্যায় শিগগিরই ভালো খবর দিবে র‌্যাব

তনু হত্যায় শিগগিরই ভালো খবর দিবে র‌্যাব

নিউজ ডেস্ক : আলোচিত তনু হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই একটা ভালো খবর দিবে র‌্যাব। এ খবর দিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ছাত্রী, নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় র‌্যাব ছায়া তদন্ত করছে। শনিবার সকালে র‌্যাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
এ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘র‌্যাব ঘটনার পর থেকেই ছায়া তদন্ত। খুব শিগগিরি হয়তো আপনাদের ভাল খবর দিতে পারবো।’

এদিকে শুক্রবার সন্ধ্যায় তনুর বাবা ও বড় ভাইকে এবং ওই দিন গভীর রাতে তনুর মা, ছোট ভাই ও চাচাতো বোনকে র‌্যাব সদ্স্যরা বাড়ি থেকে ক্যান্টমেন্টে নিয়ে গেছে বলেও দাবি করেছেন তার এক স্বজন।
২৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে