নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে জঙ্গিবাদ বলতে বিশেষ কিছু নেই। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকান্ড। এর সঙ্গে রং দিয়ে জঙ্গিবাদ বলা হচ্ছে।
শনিবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় এরশাদের সঙ্গে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। রাজনৈতিক দলাদলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশ পিছিয়ে পড়েছে।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস