নিউজ ডেস্ক : শহিদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ক্ষমতাসিন আওয়ামী লীগের দু’গ্রুপের মাঝে ব্যাপক সংঘর্ষের শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এ সংঘর্ষ চলছে।
জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে শুক্রবার রাতে প্রথম দফা সংঘর্ষের জড়িয়েছিলো দু’গ্রুপ। বিষয়টি একটি অনলাইনকে নিশ্চিত করেছে চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার কামাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক আবু আহমেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হচ্ছে।
শুক্রবার রাতে উপজেলায় সদরে শহিদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে এ দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সংঘর্ষের জের ধরে আজ দুপুরে আবারো সংঘর্ষের জড়ায় দু’গ্রুপ।
২৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন