নিউজ ডেস্ক : চাঞ্চল্যকর তনু হত্যাকাণ্ডে ছায়া তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করেছে র্যাব। প্রাথমিকভাবে তনুর পরিবারের সদস্যনহ সন্দেহভাজন ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘হত্যাকারী যে-ই হোক কাউকে ছাড় দেয়া হবে না’।
তনু হত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে একাত্তরে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তনু হত্যাকাণ্ডের বিচার হবে। এ ঘটনায় গোয়েন্দারা কাজ করছে। আমরা অনেক বড় বড় ঘটনার রহস্য বের করেছি। এটিরও রহস্য উদঘাটন হবে। হয়তো একটু সময় লাগছে।’ -চ্যানেল আই
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস