শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০৩:৪৪:৫৩

তনু হত্যার বিষয়ে যা বললেন র‌্যাবের ডিজি

তনু হত্যার বিষয়ে যা বললেন র‌্যাবের ডিজি

ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী, নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পর থেকেই একটি ছায়া তদন্ত করছে র‌্যাব।  খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের একটি ভালো খবর দেবে র‌্যাব বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শনিবার সকালে র‌্যাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র‌্যাব ঘটনার পর থেকেই ছায়া তদন্ত করছে।  

এদিকে শুক্রবার সন্ধ্যায় তনুর বাবা ও বড় ভাই এবং ওইদিন গভীর রাতে তনুর মা, ছোট ভাই ও চাচাতো বোনকে র‌্যাব সদ্স্যরা বাড়ি থেকে ক্যান্টমেন্টে নিয়ে যায় জানান তার এক স্বজন।

গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে।  

পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাস এলাকার পাওয়ার হাউসের পানির ট্যাংকের পাশে তনুর মাথা থেঁতলানো মৃতদেহ খুঁজে পান তার বাবা।  পরে লাশ কুমিল্লা সিএমএইচে নিয়ে যান তারা।
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে