ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জঙ্গিদের পাহারাদার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, খালেদা জিয়া তাদের সম্মেলনে গণতন্ত্র নিয়ে গলাবাজি করলেও তাদের দোষর জামায়াত-শিবির ও রাজাকারদের ত্যাগ করার ব্যাপারে রহস্যজনক নীরবতা পালন করছেন।
তথ্যমন্ত্রী বলেন, এ নীরবতা পালনের মাধ্যমে তিনি জামায়াত-শিবিরের জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন। তিনি জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের পক্ষে ছিলেন, এখনো আছেন।
শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।
ইনু বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ কলঙ্ক মুক্ত হয়েছে। কিন্তু খালেদা জিয়া তাদের প্রশ্রয় দিয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম