ঢাকা : কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে আজ শনিবার বিকেলে শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, প্রধানমন্ত্রীর নীরবতা যদি হত্যাকারীদের রক্ষা করে তাহলে এ হত্যাকাণ্ড ও পাশবিক নির্যাতনের দায় তিনিও এড়াতে পারবেন না। প্রধানমন্ত্রীকেও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তিনি বলেন, দেশে একের পর এক ঘটনা ঘটছে। কোনো ঘটনারই বিচার হচ্ছে না। একটি ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে ধামাচাপা দেয়া হচ্ছে। তনু হত্যাকাণ্ডের বিচার না হলে নারীদের মনে একটা অনিশ্চয়তা তৈরি করবে। কর্মক্ষম নারীরা মনে করবে, এ রাষ্ট্র তাদের নিরাপত্তার ব্যাপারে আন্তরিক নয়।
সমাবেশে বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পগোষ্ঠী, সাংস্কৃতিক ইউনিয়নসহ অন্যান্য শিল্পীরা।
সমাবেশ থেকে রোববার কুমিল্লার উদ্দেশ্যে লংমার্চ সফল করার আহ্বান জানানো হয়। শাহবাগ থেকে সকাল ৮টায় কুমিল্লা অভিমুখে লংমার্চ করবে গণজাগরণ মঞ্চ।
ইমরান এইচ সরকার বলেন, যেখানে বাধা দেয়া হবে, সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন চলবে।
গত ২০ মার্চ রোববার সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় সোহাগী জাহান তনুকে।
পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাস এলাকার পাওয়ার হাউসের পানির ট্যাংকের পাশে তনুর মাথা থেঁতলানো মৃতদেহ খুঁজে পান তার বাবা। পরে লাশ কুমিল্লা সিএমএইচে নিয়ে যান তারা।
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম