শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ১০:০৯:১৮

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ওবামা-মোদির শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ওবামা-মোদির শুভেচ্ছা

নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শনিবার ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে শুভেচ্ছা জানান ওবামা।  অন্যদিকে নিজের টুইটারের মাধ্যমে শুভেচ্ছা জানান মোদি।
 
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বারাক ওবামা বলেন, ‌‘স্বাধীনতা যেকোনো জাতির নিঃশ্বাসের মতো।  স্বাধীনতা অর্জনের ৪৫ বছরের মধ্যে বাংলাদেশ ও এর জনগণ বিশ্বের বুকে সম্ভাবনাময়, উদ্যমী ও সহনশীল জাতিতে পরিণত হয়েছে।  খাদ্য নিরাপত্তা, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, নারী অধিকার ও নারী শিক্ষা ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং দৃঢ় মানসিকতার পরিচয় দেখিয়েছে’।
 
অন্যদিকে টুইটবার্তায় মোদি লিখেছেন, স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা।  আমরা দুই প্রতিবেশী রাষ্ট্র আমাদের সুদৃঢ় বন্ধন সমুন্নত রাখব এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগামীদিনে আরো দৃঢ় হবে।’
    
এর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে