নিউজ ডেস্ক : আদাললত অবমাননা মামলায় সাজার বিরুদ্ধে রিভিউ করার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, আদালতের রায় নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি আদালতের কাছে রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন জানাবো।
রবিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এর আগে, সকালে প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার করে জরিমানা করেন সুপ্রিম কোর্ট।
তাদেরকে সাতদিনের মধ্যে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনকে দিতে হবে। জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড ভোগ করতে হবে দুই মন্ত্রীকে।
নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা দুই মন্ত্রীর আবেদন নামঞ্জুর করে সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন, মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননা করেছেন তারা। শুনানি শেষে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
২৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস